প্রতিষ্ঠা বার্ষিকীতে শাহরাস্তি পৌর ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালী 

চাঁদপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী করেছে শাহরাস্তি পৌরসভা ছাত্রদল।
বুধবার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় র‍্যালীটি উপজেলার ঠাকুর বাজার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন শাহরাস্তি পৌরসভা বিএনপির সভাপতি মোঃ আবুল খায়ের সিএ। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী।
পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ মাজহারুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান, যুবদলের সদস্য সচিব মোঃ আব্দুল কাইউম রিপন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আবুল হায়দার, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মেরাজুন্নবী রাজু, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন, রাসেল ইসলাম সুজন, মেহেদী হাসান, মোঃ সালাউদ্দিন, মেহের ডিগ্রী কলেজের ছাত্রদল নেতা, আকাশ,মাহিন,আপসান,হৃদয়, সাজ্জাত, শাহাদাত, রাসেদ, রাব্বি, ছাত্রদল নেতা সাম্মির পাটোয়ারী, শাহাদাত, ফোরকান হোসেন রতন, জাকারিয়া ফাহিম, মেহেরাব, জহির, সাব্বির রহমান, শরিফ, লিপ্লু,বোরহান,ওমর,রাফি, মেহার দক্ষিন ইউনিয়ন ছাত্রদল নেতা হিরা, হৃদয়, মাসুম, বেলায়েত, আশরাফ, সাইফুল প্রমুখ।
র‍্যালী পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল সর্ব বৃহত ছাত্র সংগঠন। ছাত্রদল সবসময় গণতন্ত্রের পক্ষে কাজ করে এসেছে। এতদিন স্বৈরাচার হাসিনা সরকার ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করেছে। আজ দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে।
তারা আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগের পতনের পরও তারা বাংলাদেশ নিয়ে নানা ষড়যন্ত্র করছে। তাই দলীয় সকল কর্মসূচিতে দেশের স্বার্থে রাজপথে থাকার আহ্বান জানান নেতারা।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম