প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষ রোপণ

চাঁদপুর: স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আনন্দ র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে শহরের লেকেরপাড় সিএনজি স্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পাশাপাশি সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নেও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ কাকন ও সদস্য সচিব পীরজাদা জুনায়েদ উল্যাহ খানের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান মাঝি, সদস্য সচিব শামছুল আরেফিন খান ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শামছুল আলম সূর্য।

এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. হান্নান মিজি, যুগ্ম-আহ্বায়ক মো. হাসেম গাজী, মো. সোহেল মৃধা, মো. আব্দুল আউয়াল, মো. মহিউদ্দিন রুবেল, জাহিদুল ইসলাম নোমান, আবু সুফিয়ান, মো. ফয়েজ বেপারী, মো. শাহ আলম হাওলাদার, সদস্য লিটন মিজি, সাদ্দাম হোসেন, সেকান্তর মাসুদ, মো. মাসুদ মিজি, মো. খোরশেদ আলম মিজি, বাচ্চু সরদার, ইমরান হোসেন মাঝি, সুমন মাল, নূরে আলম, রুবেল বেপারী, সফিউদ্দিন সফু, শরীফ মৃধা, মামুন জমাদার, জিলন খান, মো. ছিদ্দিক খন্দকার, সোহেল গাজী, মো. রুবেল তালুকদার, আনোয়ার হোসেন, রাকিবুল ইসলাম বাপ্পিসহ সদর উপজেলার ১৪টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

কর্মসূচিতে বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দল সবসময় দেশ ও জনগণের পাশে থেকে কাজ করেছে। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সংগঠনটি পরিবেশ রক্ষায় ভূমিকা রাখছে। আগামী দিনগুলোতেও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা দেশ গঠনে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

ফম/এস.এম.সোহেল/মাসুদ/

এসএম সোহেল | ফোকাস মোহনা.কম