হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জে ৫২ তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার (২১জানুয়ারি) বিকালে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথি হিসাবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন, চাঁদপুর-৫ নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিযোগিতা যেখানে থাকে সেখানে সাফল্যও থাকে এবং অন্যদের উৎসাহিত করে। প্রতিযোগিতা মানুষের মাঝে বিজয়ের স্পৃহা সৃষ্টি করে। মানুষ যুগে যুগে অশুভকে পরাজিত করে বিজয় অর্জন করেছে। তোমরা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয়েছে তারা সফলতা অর্জন করেছে, যারা বিজয়ী হয়নি, তোমরা অংশগ্রহণ করাতেই অন্যরা বিজয়ী হয়েছে এজন্য তোমরাও সফল। আগামীতে তোমরা আরো ভালো করবে।
মেজর রফিক আরো বলেন, ক্রীড়ায় বিশ্বে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। বাংলাদেশ এখন বিশ্বব্যাপী পরিচিত। অলিম্পিক ক্রীড়া সারা বিশ্বেই জনপ্রিয়। সেখানে এসব দৌড়, অ্যাথলিটিক রয়েছে। তোমারই হবে আগামী বাংলাদেশের অ্যাথলিটিক যারা বিশ্ব দরবারে বাংলাদেশের নেতৃত্ব দেবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম জাহাঙ্গীর আলম, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের পক্ষে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ।
উপজেলা স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ও সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদ হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথিবৃন্দের বক্তব্য শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন বেলচোঁ মাদরাসার শিক্ষক মো. শাহাদাৎ হোসেন ও গীতা থেকে পাঠ করেন রামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাধা রমন ভৌমিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাকির হোসেন সোহেল, অধ্যক্ষদের মধ্যে মাও. মো. মিজানুর রহমান, মাও. মো. সগীর হোসেন, মাও. মো. আব্দুর রহিম, মাও. মো. আবু বকর, ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোদেজা বেগম উপস্থিত ছিলেন।
এছাড়াও প্রধান শিক্ষকদের মধ্যে মো. মনিরুজ্জামান, দীপক চন্দ্র দাস, আব্দুল হক, মো. দেলোয়ার হোসেন, জোৎস্না আক্তার, মো. জয়নাল আবেদীন টিটু, মো. ইসমাঈল হোসেন সরদার, নয়ন চন্দ্র দাস, মো. বিল্লাল হোসেন, মো. কবির হোসেন, মো. নাছির উদ্দিন, মো. মোবারক হোসেন, মো. খোরশেদ আলমসহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রধানসহ অন্যান্য শিক্ষক ও প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/