প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে চাঁদপুরে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন

চাঁদপুর : চাঁদপুরে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব সম্পন্ন হয়েছে।

বুধবার (৫ অক্টোবর) সন্ধ্যায় ধর্মীয় রীতি অনুযায়ি চোখের জলে মা দেবী দুর্গাকে শহরের মুখার্জঘাট ডাকাতিয়া নদীতে বিসর্জন দেন।

এর আগে ১ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে হিন্দুদের ৫ দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীতে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ ধর্মীয় নানা আচার অনুষ্ঠান পালন করেন। বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে তারা এ আনুষ্ঠানিকতা শেষ করলেন।

বিকাল ৫ টা থেকে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে চাঁদপুর শহরে একটি আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। শহরের বিভিন্ন পূজা মন্ডপ থেকে ট্রাক ও ভ্যান গাড়িতে করে ভক্তরা প্রতিমা বিসর্জন র‌্যালীতে অংশ নেয়। বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় তারা ঢাক-ঢোল পিটিয়ে ও নাচ-গান করে প্রতিমা বিসর্জন দেয়।

জেলা পূজা উদযাপন পরিষদের হিসাব অনুযায়ি, এবার জেলায় সর্বমোট ২শ’ ১৯টি স্থায়ী ও অস্থায়ী মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম