প্রতিনিধি ও বর্ধিত সভার স্থান পরিদর্শনে চাঁদপুর জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ

চাঁদপুর: করোনা পরিস্থিতির পর এই প্রথম আগামী ২ আক্টোবর চাঁদপুর স্টেডিয়ামে চাঁদপুর জেলা আওয়ামী লীগের তৃনমূল প্রতিনিধি ও ৩ অক্টোবর বর্ধিত সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সভার স্থান ও সার্বিক কাযক্রমের অগ্রগতি গত কয়েকদিন পরিদর্শন করে আসছেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকালে সভাস্থান ও কাজের অগগ্রতি সরেজমিন পরিদর্শন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আবু নঈম পাটওয়ারী দুলাল, সিনিয়র সহ সভাপতি ইউসুফ গাজী, সহ সভাপতি ডাক্তার জে আর ওয়দুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল জ্রেসন এসডু পাটওয়ারী, অ্যাডভোকেট মুজিবুর রহমান ভূঁইয়া, শাহীর হোসেন পাটওয়ারী, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল।

এ সময় জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, উপ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট রনজিৎ রায় চৌধূরী, সদর উপজেলা পরিষেদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, সাধরণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি অ্যাডভোকেট হেলাল হোসোই, সাধারণ সম্পাদক ফেরদাউস মোর্শেদ জুয়েল, সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নাছির উদ্দিন গাজীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম