মতলব উত্তর (চাঁদপুর): তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২২ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, এক সময় ছিল জ্ঞানই শক্তি, আর এখন হচ্ছে তথ্যই শক্তি। যার কাছে যত বেশি তথ্য থাকবে তিনি তত বেশি শক্তিশালী। তাই প্রতিটি মানুষ যাতে তথ্য পায় এবং তথ্য অধিকার নিশ্চিত হয় সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। তিনি আরও বলেন, বর্তমান ডিজিটাল তথ্য সেবার দেশ। বাংলাদেশ আজ ডিজিটাল দেশে পৌছেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য পুত্র সজিব ওয়াজেদ জয় এর নেতৃত্বে। তাই তথ্যের যাতে অপব্যবহার না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন বাদশা, ইউপি সচিব মোঃ মানিক মিয়া প্রমুখ। সভায় সরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউপি সচিব ও উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/আরাফাত/