চাঁদপুর: চাঁদপুর পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা এগারোটার সময় বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. এরশাদ উদ্দিন।
এ সময় তিনি বলেন, আমাদের শিক্ষার্থীরা বছরের এমন একটি দিনের জন্য অপেক্ষা করেন। তারা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে এর মাধ্যমে সুস্থ প্রতিযোগিতা করবে। কোন অসুস্থ প্রতিযোগিতা করবেনা, কাউকে অন্যায় ভাবে ঠকাবে না, হারাবে না। চাঁদপুর পৌরসভা এলাকার যতগুলো স্কুল আছে আমাদের জেলা প্রশাসন থেকে নিবিড়ভাবে মনিটরিং করা হচ্ছে। প্রতিটি বিদ্যালয় যেন সঠিকভাবে একই নিয়মে মান সম্মত শিক্ষা বাস্তবায়ন হয়। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করে যাচ্ছি।
ভর্তির ক্ষেত্রে কোন বিদ্যালয় ব্যবসা প্রতিষ্ঠানে পরিচালিত হবে এটা আমরা হতে দেব না। প্রতিটি স্কুলে সমান সুযোগ একই রকম শিক্ষা ব্যবস্থা থাকবে। কোন স্কুল একেবারেই ভালো কোন স্কুল একেবারেই খারাপ এটা আমরা হতে দেব না। প্রতিটি স্কুলে মান সম্মত শিক্ষা বাস্তবায়ন হবে সেটা পুরান বাজার গার্লস স্কুল হোক, মাতৃপীঠ, হাসান আলী, মধুসূদন স্কুল হোক। সমান সুযোগ একই রকম শিক্ষাব্যবস্থা থাকবে।
তিনি অভিভাবকদের উদ্দেশ্য বলেন, আপনাদের সন্তানকে স্কুলে পাঠিয়ে দায়িত্ব শেষ করলে হবে না। এসএসসি পরীক্ষার আগে ছেলেমেয়েদের হাতে যাতে মোবাইল ফোন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়াউল হক মিলন, জেলা শিক্ষা অফিসের বিদ্যালয় পরিদর্শক আজিজুল হক।
পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক কার্তিক সরকারের পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাশ, লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ ইলিয়াস মিয়া।
এসময় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা কল্পনা সরকার, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের কোষাধাক্ষ কে এম সালাউদ্দিন, ২নং বালক সপ্রাবির প্রধান শিক্ষক তাছলিমা বেগম,২নং বালিকা (সি-হল)সপ্রাবির প্রধান শিক্ষক রাশেদা নাসরিনসহ শিক্ষকবৃন্দ,অভিভাবক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। পরে ১৫ টি ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেধা পুরস্কার সহ ক্রীড়া পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠান প্রধান অতিথি।
ফম/এমএমএ/