প্রতিটি পূজা মন্ডপে যা করণীয় পৌরসভার মাধ্যমে তা করা হবে

--- পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল

চাঁদপুর: চাঁদপুর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মঙ্গলবার (১০ অক্টোবর) চাঁদপুর পৌরসভার মেয়র  মোঃ জিল্লুর রহমান জুয়েল সার্বিক বিষয় নিয়ে প্রস্তুতিমূলক সভায় মিলিত হয়েছেন।
সভাপতির বক্তব্যে পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল বলেন, প্রতিটি পূজা মন্ডপে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যা যা করণীয় আমরা পৌরসভার মাধ্যমে করবো। পূজা চলাকালে ভক্তরা যাতে সুন্দরভাবে মন্ডপগুলোতে প্রতিমা পরিদর্শন করতে পারে সেজন্য ব্যবস্থা করা হবে। মন্দির প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্নতার রাখার জন্য পৌরসভা থেকে ব্লিচিং পাউডার সহ যাবতীয় জিনিস সরবরাহ করা হবে। বিজয়া দশমীর দিন চৌধুরী ঘাট ডাকাতিয়া নদীতে বিসর্জনের জন্য ঘাটটিকে সংস্কার করা হবে।
সভায় পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়ার পরিচালনায় আরো বক্তব্য রাখেন, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারন সম্পাদক তমল কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক লিটন সাহা, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, পৌর পূজা উদযাপন পরিষদের  সভাপতি নেপাল সাহা, সাধারণ সম্পাদক সুমন সরকার জয়, মহিলা সম্পাদিকা মাধুরী সাহা, জেলা জন্মাষ্টমী পরিষদের সাধারণ সম্পাদক কার্তিক সরকার। উপস্থিত ছিলেন সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য কিশোর  সিংহ রায়,পৌর পূজা উদযাপন পরিষদের সদস্য  রুদ্ধ দে, চন্দন দে, রাজিব দাস, সুদ্বীপ দত্ত, শুভ রায়।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম