প্রতারকের খপ্পরে পড়ে নিঃশ্ব সিএনজি চালকের বেঁচে থাকার স্বপ্ন

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘাষিপুর গ্রামের কাউছার পাটওয়ারী নামে এক মানব পাচারকারীর বিরুদ্ধে  বিদেশে লোক পাঠানোর নাম করে ও ভিসা প্রসেসিং, নানা কাজ করিয়ে দেওয়ার প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা তাকে হন্য হয়ে খুঁজে পাচ্ছেন না। এছাড়া ওই মানব পাচারকারীর বিরুদ্ধে বিভিন্ন মানুষের পাসপোর্ট আটক করে টাকা আদায় করার অভিযোগ পাওয়া গেছে। কাওসার পাটওয়ারী বাগাদী ইউনিয়নের ঘাষিপুর গ্রামের সুলতান পাটওয়ারীর ছেলে।
খোঁজ নিয়ে জানাগেছে, চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়েনের বাগাদী গ্রামের ৮নম্বর ওয়ার্ডের সি এন জি চালক মো. বশির তার প্রতারণার শিকার হন। সুখের আসায় তিনি বিদেশে পাড়ি দেওয়ার স্বপ্ন দেখেন।
ভুক্তভোগী মো. বশির জানান, কাউসার পাটওয়ারী আমার সৌদি জাওয়ার জন্য ভিসা প্রসেসিং করার জন্য আমার কাছ থেকে পাসপোর্ট, ভিসার কপি ও ড্রাইভিং লাইসেন্স নেয়। বিভিন্ন কাজের কথা বলে আমার কাছ থেকে ২ লাখ ৫৬ হাজার টাকা হাতিয়ে নেয়। কিন্তু আজ প্রায় ৮ মাস হয়ে গেল সে আমার কোন কাজ করে দিচ্ছে না। আমার পাসপোর্ট, ভিসা ও ড্রাইভিং লাইসেন্স তার নিকট জমা রাখে। তাকে ফোন দিলে রিসিভ করে না। আমি তার বাড়িসহ বিভিন্ন জায়গায় তাকে খুঁজে বেড়াচ্ছি। তার খোজে বাড়ি গেলে সে আমাকে ডাকাতির মামলা দিবে বলে হুমকি দেয় এবং  তার স্ত্রী খুর্শিদা আমাকে নারী নির্যাতন মামলার ভয় দেখায়। তার আত্মীয়স্বজনের কাছে বিচার প্রার্থী হয়েও কোনো পথ খুঁজে পাচ্ছি না। ৮ মাস হয়ে গেল আমার টাকা, ভিসা, পাসপোর্ট কোনটা পাচ্ছি না। তার কোনো খোঁজখবর ও আমি পাচ্ছি না। আমি একজন সিএনজি ড্রাইভার  দুই মেয়ে ও এক ছেলে নিয়ে সরকারি জায়গায় দিনাতিপাত করে বসবাস করি। কিস্তি তুলে এবং ধার দেনা করে আমি কাউসার পাটওয়ারী কে ২ লক্ষ ৫৬ হাজার টাকা দেই।
স্থানীয়রা জানান,  কাউসার  পাটওয়ারী একজন ঠকবাজ সে বিভিন্ন লোকজনের সাথে দীর্ঘদিন প্রতারনা করে আসছে। লোকজন এলাকায় তার খোজে আসে।
এ ব্যাপারে অভিযুক্ত কাউসার হোসেন পাটওয়ারীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তার সন্ধানে বাড়ি গেলে তার স্ত্রী খুর্শিদা জানান, বশির আমাদের কোন টাকা দেয় না আমার স্বামী তার কোন কাজ নেয়নি। উল্টো তিনি  ভুক্তভোগীকে এমপি, মন্ত্রী, রাজনৈতিক নেতাদের ভয় দেখিয়ে হুমকি ধমকি দেয়।
এব্যাপারে চাঁদপুর পুলিশ সুপার কার্যালেয়ে প্রতারক কাউসার হোসেন  পাটওয়ারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন প্রতারণা শিকার ভুক্তভোগী বশির পরিবার।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম