প্রচারণার শীর্ষে অটোরিক্সা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কাজী মিজানুর

মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচন ২০২৩ ঘিরে প্রচার প্রচারণা জমে উঠেছে। আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীক সহ মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই নির্বাচনে। অটোরিক্সা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কাজী মিজানুর রহমানের প্রচার প্রচারণা বেশ লক্ষ্য করা যাচ্ছে।

কাজী মিজানুর রহমান তার অটোরিক্সা প্রতীক নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। লিফলেট ও পোস্টারে ছেয়ে গেছে পুরো মোহনপুর ইউনিয়নের প্রতিটি গ্রাম। এছাড়াও পথসভা ও উঠান বৈঠক চলছে পুরোদমে। শুক্রবার (১০ মার্চ) বিকালে ৯নং ওয়ার্ডে বেশ প্রচারণা করেন তিনি। এসময় পাঁচানী গ্রামের প্রতিটি ঘরে ঘরে গিয়ে দোয়া ও ভোট চান ভোটারদের কাছে। বয়োজ্যেষ্ঠরা মাথায় হাত দিয়ে তাকে দোয়া করেন।

পরে ৭, ৮ ও ৯নং ওয়ার্ড সংরক্ষিত ইউপি সদস্যের বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে শত শত মহিলা কর্মী ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী কাজী মিজানুর রহমান বলেন, মহান আল্লাহ তায়ালা যার ভাগ্যে লিখে রাখছেন তিনিই চেয়ারম্যান হবেন। আমি আপনাদের পাশে আগে যেভাবে ছিলাম ভবিষ্যতেও থাকবো। আপনি সকলের দোয়া নিয়ে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং অটোরিক্সা প্রতীকে ১৬ মার্চ ভোট দিবেন। কাজী মিজানুর রহমান আরও বলেন, আমি চেয়ারম্যান হলে মোহনপুর ইউনিয়ন হবে একটি মডেল ইউনিয়ন। মাদক সন্ত্রাস মুক্ত রাখব। এবং প্রতিটি মানুষের সেবা নিশ্চিত করবো। তিনি বলেন, আপনাদের যেরকম স্বতঃস্ফূর্ততা দেখছি তাতে মনে হচ্ছে, আমি একজন ভাগ্যবান মানুষ। এবং সুষ্ঠু ভোট হলে আমি বিপুল ভোটে জয়ী হবো, ইনশাআল্লাহ।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম