প্রকাশিত হলো যুবক অনার্য-এর ‘দ্য কিলার আউটসাইডার’

— অষ্ট্রিক মাসুদ
২০২৫ -এর অমর একুশে বইমেলায় খড়িয়া প্রকাশনা থেকে প্রকাশ পেলো যুবক অনার্যের পলিটিক্যাল থ্রিলার উপন্যাস “দ্য কিলার আউটসাইডার”।প্রচ্ছদ এঁকেছেন আদনান আহমেদ রিজন।মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা।উল্লেখ্য, এটি যুবক অনার্যের প্রথম উপন্যাসের বই।বইটি বইমেলায় পাওয়া যাচ্ছে চর্চা গ্রন্থ প্রকাশ-এর স্টলে।

যুবক অনার্য একজন বাংলাদেশি কবি, অনুবাদক এবং আধুনিক লোকগীতিকার। তার জন্ম ২৫ ডিসেম্বর ১৯৭৮ সালে ঢাকার র‍্যাংকিন স্ট্রিট, ওয়ারী এলাকায়। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে তিনি ঢাকায় বসবাস করছেন এবং চাকরিরত আছেন।

তার কবিতায় দার্শনিক, সামাজিক, রাজনৈতিক এবং ব্যক্তিগত অনুভূতির বহুমাত্রিক ও গভীর প্রতিফলন পাওয়া যায়। তিনি বাংলা-কবিতা ডটকম ও তুলটসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিত কবিতা ও ছোটগল্প প্রকাশ করে থাকেন। তার উল্লেখযোগ্য কবিতার মধ্যে “আয়নাঘর”, “বিষণ্ন আত্মা”, এবং “নারীকাব্য” উল্লেখযোগ্য।

সামাজিক মাধ্যমেও তিনি সক্রিয়, যেখানে তার সাহিত্যকর্ম ও চিন্তাভাবনা শেয়ার করে থাকেন।

ফম/এমএমএ/

ফোকাস মোহনা.কম