প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রকৃত তথ্য

গত ৪ নভেম্বর ‘মতলব উত্তরে প্রাথমিক বিদ্যালয়ে তদন্ত চলাকালীন প্রধান শিক্ষকের ওপর সভাপতির হামলা, শিরোনামে বিভিন্ন পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সংবাদটি প্রকাশ হয়েছে, তা মিথ্যা এবং বানোয়াট বলে প্রতিবাদ জানিয়েছেন রসুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাজী মোঃ মহিউদ্দিন জামান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাদের দাবী একটি কুচক্রি মহল তাদেরকে হেও করার লক্ষ্যে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে উক্ত সংবাদটি প্রকাশ করেছে।

প্রতিবাদ লিপি অনুযায়ী প্রকৃত ঘটনা  হল- রসুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবির খান বিরুদ্ধে স্কুলের বিভিন্ন আর্থিক বিষয়ে অনিয়ম প্রকাশ পাইলে আমি কাজী মোঃ মহিউদ্দিন জামান সভাপতি, ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ, শিক্ষকগণ, এলাকাবাসীসহ একে একে তিনবার বসিলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঠিক হিসাব দিতে ব্যর্থ হন এবং তিনি প্রতিউত্তরে বলেন, কিসের সভাপতি, কিসের কমিটি আমিই স্কুলের অল-ইন অল। তার এ কথা এলাকাবাসী জানতে পেরে এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে সম্প্রতি মানববন্ধন করে। ওই ঘটনার প্রেক্ষিতে শিক্ষা অফিস কর্তৃক তিন সদস্যের তদন্ত কমিটি গত ৩ নভেম্বর তদন্ত করতে আসেন।

তদন্ত চলাকালীন সময়ে শিক্ষা অফিসারবৃন্দ ও আমি নিজে তদন্তকক্ষে থাকা অবস্থায় পাশের রুমে অনেক হৈহুল্লো শোনা যাচ্ছিল। তদন্ত কর্মকর্তা সহ আমি ওই রুমে গিয়ে দেখি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ তার স্ত্রী খোদেজা আক্তার, শ্যালিকা শান্তা ইসলাম ও মেয়ে সুমাইয়া ইসলাম সুইটিসহ তার পরিবারের আরো কয়েকজন এবং বহিরাগত কিছু লোক এলাকার মানুষকে অকথ্য ভাষায় গালমন্দ করছে। এ নিয়ে এলাকার মানুষের সাথে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও তার পরিবারের সদস্যদের কথা কাটাকাটি হয়।

উক্ত বিষয়টিকে পুঁজি করে পূর্ব পরিকল্পিতভাবে নিজের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটিয়ে তার উপর হামলা হয়েছে বলে মিথ্যা সংবাদ প্রকাশ করার ব্যবস্থা করেছে। অথচ ঘটনার পর মতলব উত্তর থানা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনকালেও ওই ঘটনার সাথে আমাদের কোন রকম সম্পৃক্ততা পাননি বলেও উপস্থিত সকল মানুষ শুনেছে।

সংবাদে উল্লেখ করা হয়, আমার সমর্থিত ব্যক্তিরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবির খানের উপর হামলা করেছে। তদন্তকালীন সময়ে আমার সমর্থিত কোন লোক উপস্থিত ছিল না। অথচ একটি কুচক্রি মহল এলাকাবাসীকে জড়িয়ে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের মাধ্যমে আমি কাজী মোঃ মহিউদ্দিন জামান ও মানিক কাজী, রতন কাজী, জাকির হোসেন মিন্টু, বাতেন পাটোয়ারী, নজরুল কাজী ও সেলিম শিকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে হেও করার চেষ্টা করছে। প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমরা প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

আমি একজন শিক্ষক পরিবারের সন্তান। তাই সকল শিক্ষকদেরকে আমি শ্রদ্ধার চোখে দেখি। কিন্তু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবির খান অত্র স্কুলে আর্থিক অনিময় করে বেড়াচ্ছে। একজন সহকারি শিক্ষক হয়েও নিজেকে প্রধান শিক্ষক হিসেবে পরিচয় দিতেন। সম্প্রতি তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি প্রকাশ পাওয়ার পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে পরিচয় দিচ্ছেন এবং অত্র স্কুলে সরকারি আর্থিক অনুদান নিয়ে অনিয়ম দুর্নীতি করে যাচ্ছেন। যা এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ক্ষতির বিষয়। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সঠিক তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানাচ্ছি।

স্বাক্ষরিত
কাজী মোঃ মহিউদ্দিন জামান
সভাপতি, ম্যানেজিং কমিটি
রসুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়
মতলব উত্তর, চাঁদপুর ও
এলাবাসীর পক্ষে-
মানিক কাজী, রতন কাজী, জাকির হোসেন মিন্টু,
বাতেন পাটোয়ারী, নজরুল কাজী, সেলিম শিকদার।

বিজ্ঞাপন | ফোকাস মোহনা.কম