পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী  হায়দার ভুইয়া

চাঁদপুর: সাবেক ছাত্র নেতা, চাঁদপুর পৌর আওয়ামী লীগের সদস্য ও আসন্ন চাঁদপুর পৌর আওয়ামী লীগের সন্মেলনে সাধারণ সম্পাদক পদ প্রার্থী মোঃ আলমগীর হায়দার ভুইয়া বলেছেন,
ছাত্র জীবন থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশকে লালন করে ছাত্র লীগের রাজনীতির মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতি করছি।

তিনি বলেন, ছাত্র জীবন থেকে দলের বিভিন্ন ইউনিটের বিভিন্ন পদে দায়িত্ব পালন করে দু’ বার পৌর আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। তাই তৃণমূল নেতাকর্মীদের অনুরোধে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছি।  আমার বিগত দিনের সকল কিছু বিবেচনায় নিয়ে দল আমাকে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করবেন এই প্রত্যাশা করছি। আমাকে উক্ত পদে অধিষ্ঠিত করা হলে আমি তৃনমুল থেকে দলকে গতিশীল ও সুসংগঠিত করবো, ইনশাআল্লাহ।

আমি দলের শীর্ষ ও জেলার শীর্ষ নেতৃবৃন্দের  আমাকে চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দিলে ইনশাআল্লাহ আমি চাঁদপুর পৌর আওয়ামী লীগ কে আরো শক্তিশালী রাজনৈতিক সংগঠনে রুপান্তরিত করবো, ইনশাআল্লাহ। আমাদের নেএী বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর হাইমচর আসনের তিন তিনবারের নির্বাচিত সাংসদ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি চাঁদপুরের যে উন্নয়ন করছে, এই চাঁদপুরের মাটি ডাঃ দীপু মনি এমপি ঘাটি,, চাঁদপুরের ঘাটি নৌকা মার্কার ঘাটি। এটি শতভাগ নিশ্চিত করতে কাজ করবো, ইনশাআল্লাহ।

উল্লেখ্য,  মোঃ আলমগীর হায়দার ভুইয়া, ছাত্র জীবন থেকেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশকে লালন করে ছাত্র লীগের রাজনীতি শুরু করেন। তিনি চাঁদপুর শহরের আহম্মদিয়া মাদ্রাসায় পড়াবস্হায় ছাএ লীগের উক্ত মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করেন।  তিনি ১৯৯২ সালে  চাঁদপুর পৌর ছাত্র লীগের সদস্য, ১৯৯৪  সালে চাঁদপুর সরকারি কলেজে পড়াবস্হায় ছাএ লীগের প্যানেল থেকে ছাএ সংসদ নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে নির্বাচন করেন। তিনি ১৯৯৭ সালে চাঁদপুর সদর উপজেলা ছাত্র লীগের যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০০ সালে জেলা ছাত্র লীগের পাঠাগার সম্পাদক নির্বাচিত হয়ে ছাএ রাজনীতি থেকে বিদায় নিয়ে ২০০৩ সাল থেকে অদ্যাবধি চাঁদপুর পৌর আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি বঙ্গবন্ধু ফাউন্ডেশন চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি, তিনি চাঁদপুর বাইতুল নুরে জামে মসজিদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম