চাঁদপুর: চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলের সাথে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেছেন চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের নেতৃবন্দ।
মঙ্গলবার (২১ মার্চ )বেলা ২টায় চাঁদপুর পৌরসভার কনফারেন্সরুমে মতবিনিময় সভায় চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল তার বক্তব্যে বলেন, সংগঠন করার অধিকার সবার রয়েছে, কেউ সংগঠন করতে পারবে না এমনটি রাষ্ট্র বলেনি, সরকারও বলেনি, রাজধানী ঢাকাতেও সাংবাদিকদের একাধিক সংগঠন রয়েছে এবং তারা একই সাথে বসে সংগঠনের কার্যক্রম পরিচালনা করে থাকে। উপজেলা সাংবাদিকরা চাঁদপুর প্রেস ক্লাবের সদস্য হতে পারেনা আমি মনে করি এটি ঠিক নয়। চাঁদপুর সাংবাদিক ক্লাব উপজেলা সাংবাদিকদের নিয়ে কাজ করছে এটি ভালো দিক। পৌরসভার মেয়র হিসেবে আমি কারো পক্ষে নই বা বিপক্ষে নয় আমি সকলের মেয়র। মেয়র হিসেবেও আপনাদের পেশাগত দায়িত্বের বাইরে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। আমি চাই আমাদের মধ্যে কোন পার্থক্য না থাকুক। পৌরসভার উন্নয়ন কাজে সকলের সহযোগিতা আমার প্রয়োজন।
তিনি আরো বলেন, পৌরসভার মেয়রের বাইরে ও আমার একটি রাজনৈতিক পরিচয় রয়েছে। সেই হিসেবে আমাদের স্থানীয় সংসদ আমার রাজনৈতিক মুরুব্বী। সে অধিকার থেকে বলতে পারি আমাদের মাননীয় সংসদ সদস্য সকলের এমপি। তিনিও কারো সাথে দূরত্ব রাখার পক্ষে না। তিনি সবাইকে নিয়ে কাজ করতে চান। হয়তো আপনাদের মধ্যে কেউ কেউ দূরত্ব সৃষ্টি করতে চান, আমি মনে করি আপনার এমপি মহাদয়ের সাথে মতবিনিময় করুন। কারণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন রয়েছে।
চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি শাহদাত হোসেন শান্ত, সাংগঠনিক সম্পাদক কে এম মাসুদ ও মহিলা বিষয়ক সম্পাদীকা সাবিত্রী রানী ঘোষ।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র অ্যাড. হেলাল হোসাঈন, চাঁদপুর জেলা মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বারি মানিক জমাদার, চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আশিক বিন রহিম, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম রাজু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অমরেশ দত্ত জয়, প্রচার সম্পাদক শ্যামল সরকার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ খান, আইন বিষয়ক সম্পাদক এম এ শাহিদ সালামসহ সংগঠনের সদস্যরা।
ফম/এমএমএ/