পেশাগত দক্ষতা অর্জনে গ্রাম পুলিশদের  দিক নির্দেশনা দিলেন সদর ইউএনও

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ১৪ টি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা অর্জনে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার ১১ সেপ্টেম্বর দুপুর ৩ টায় সদর  উপজেলা পরিষদর অডিটোরিয়ামে ১৪ ইউনিয়ন  পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের  নিয়মিত হাজিরা ও পেশাগত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন চাঁদপুর সদর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত।

এসময় তিনি বলেন মাঠ পর্যায়ে গ্রাম পুলিশ সদস্যদের ভূমিকা ও কাজের ব্যাপারে পেশাদারিত্ব নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে।মাঠ পর্যায়ে যারা প্রতি মাসে যথাযথভাবে দায়িত্ব পালন করবে তাদেরকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে।

ফম/এমএমএ/

গাজী মো. ইমাম হাসান | ফোকাস মোহনা.কম