মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তরের পূর্ব আমুয়াকান্দি হোসাইনিয়া জামে মসজিদ এর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমুয়াকান্দি হোসাইনিয়া জামে মসজিদ প্রাঙ্গণে ১১ ডিসেম্বর সোমবার বাদ আছর হইতে মধ্য রাত পর্যন্ত মাহফিল চলে।
উক্ত মাহফিলে নেদায়ে ইসলাম উয়েসীয়া কমপ্লেক্সের চেয়ারম্যান ও গদিনিশীন পীর মাসউদ আহমাদ বোরহানী আল-আহমাদী আল উয়েসী ওয়াল রিফায়ী (মা.জি.আ) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী এবং ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিন।
প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন হযরত মাওলানা নজরুল ইসলাম ভৈরবি। বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন, হযরত মাওলানা শাহ মোহাম্মদ বদিউজ্জামান বাহার, হযরত মাওলানা জাকারিয়া দিন অলিয়ায় শাঁস, হযরত মাওলানা আবুল খায়ের প্রমুখ। এছাড়াও বহু ওলামায়ে কেরামগণ মাহফিলে তাশরিফ আনেন।
বিশেষ অতিথি ছিলেন, ৫নং ওয়ার্ড মেম্বার মোঃ জাহিদ হোসেন, নাউরী আহমদীয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আকতার হোসেন মাস্টার, ওটারচর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ ওছমান গণি মাস্টার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এলাকার যুব সমাজ। মাহফিল শেষে আখেরী মুনাজাত পরিচালনা করেন মাসউদ আহমাদ বোরহানী আল-আহমাদী উয়েছি। পরে উপস্থিত মুসল্লিদের মাঝে তাবারক বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সরকার মোঃ আলাউদ্দিন বলেন, ইসলামের অপর নাম শান্তি। তাই আমরা সবাই শান্তিপূর্ণ জীবন পরিচালনা করবো। প্রতিটি মুসলমান একে অপরের ভাই ভাই হয়ে চলবো। তাহলেই সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। তিনি আরো বলেন, যেই আলেমগণ যেই ওয়াজই করেন না কেন, সকলে আল্লাহর কথা বলেন, রাসূলের কথা বলেন। সকলেই নামাজ, রোজা, হজ¦, যাকাত এবং ইবাদতের কথা বলেন। আমরা সকলে চেষ্টা করবো আল্লাহর পথে এবং রাসুলের দেখানো পথে জীবন পরিচালনা করতে। তাহলেই আমাদের জীবন শান্তিপূর্ণ হবে।
ফম/এমএমএ/