
কবি-মোঃ সালাহ্উদ্দিন হাজরা
আবার ফিরে এসেছে বসন্ত
খুলবে মনের সীমান্ত,
রঙিন হবে ভাবনা মন
ভালোবাসা অনন্ত।
বসন্তে কোকিল ডাকা ভোর
খুলে যাবে সব দোর,
শিমুল পলাশ ফুলের মাঝে
কাটবে মনের ঘোর।
জেগে উঠবে প্রাণ গান
পুষ্পপল্লবের টান,
ঘুচবে মনের ব্যবধান
জরাজীর্ণতা হবে ম্লান।
গাছের শাখা প্রশাখায়
পাখপাখালির কণ্ঠে,
বসন্তের সুরের মূর্ছনা
ফাগুনের আগুন লণ্ঠে।
মৃদু বাতাসে ফুলের সুবাসে
অপরূপ কাব্যিক সন্ধ্যা,
উড়ে যাবে দূর দিগন্তে
খেয়ালি ভাবনা বন্ধ্যা।
শুধু পেখম মেলে উড়বে
পিঞ্জরের মন পাখি,
বসন্ত আলিঙ্গন করবে
পুষ্পনয়নে ডাকি।
প্রতিষ্ঠাতা এডমিন
‘বর্ণমালা সাহিত্য ভুবন (বসাভু)’ গ্ৰুপ
চাঁদপুর সদর, চাঁদপুর
মোবাইলঃ ০১৭৮৫৯৯১৫৭৪/০১৮৮৪১৭৩০৩০