শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তির কৃতি সন্তান ডিএমপির অতিরিক্ত পুলিশ উপ-কমিশনার মোঃ শাহ্ নূর আলম পাটোয়ারী পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি লাভ করেছেন।
মঙ্গলবার (৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এতে ১৭৭ জন চৌকস পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়।
মেধাবী ও চৌকস পুলিশ কর্মকর্তা শাহ্ নূর আলম পাটোয়ারী শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর গ্রামে জন্মগ্রহণ করলেও তিনি শাহরাস্তি পৌর শহরের কালীবাড়ি এলাকার বেড়ে উঠেন। তার পিতা মরহুম মাসুদ আলম শাহরাস্তি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার। মাতা সাজেদা বেগম পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে অবসর গ্রহণ করেছেন। তার ছোট ভাই শাহ্ সাইফুল আলম রিজভী সহকারী শিক্ষা অফিসার হিসেবে কর্মরত।
তিনি ২৯ তম বিসিএসে পুলিশ ক্যাডার হিসেবে সহকারী পুলিশ সুপার পদে ২০১১ সালে চাকুরী জীবন শুরু করেন। ইতোপূর্বে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ সুপার পদে শাহ্ নূর আলম পাটোয়ারীর পদোন্নতিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শাহরাস্তি প্রেসক্লাব। শাহরাস্তি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ মহিউদ্দিনের পাঠানো এক বিবৃতিতে প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন ও সকল সদস্যবৃন্দ তাকে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ফম/এমএমএ/