পুলিশ সুপারকে চাঁদপুর ক্লাব ও জেলা ক্রীড়া সংস্থার বিদায় সংবর্ধনা

চাঁদপুর: চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা ও  চাঁদপুর  ক্লাবের সহ-সভাপতি  পুলিশ সুপার মিলন মাহমুদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ১০ জুলাই ) রাতে ক্লাবের হল রুম মিলনায়তনে  চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা ও চাঁদপুর ক্লাবের  আয়োজনে বদলি জনিত  এ সংবর্ধনার আয়োজন করা হয় ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  জেলা ক্রীড়া সংস্থা ও চাঁদপুর ক্লাবের সভাপতি  জেলা প্রশাসক  কামরুল হাসান।

এসময় তিনি বলেন,আমি শুনেছি চাঁদপুরে যারা দায়িত্ব পালন করে তারা পরবর্তীতে পুলিশের অনেক বড় বড় পদে যায়। আশা করছি আমাদের পুলিশ সুপার মহোদয়ও একদিন হয়তো  চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এমনকি আইজিপি হবে।আমরা উনার সফলতা কামনা করছি। ভাবিও অনেক ভালো একজন মানুষ। আসলে আমাদের চাকরি জীবনে বদলি একটি নিয়ম তান্ত্রিক প্রক্রিয়া।

সংবর্ধিত অতিথির   বক্তব্যে পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন,আমি করোনা কালীন সময়ে  এই চাঁদপুরে যোগ দিয়েছিলাম । এরপর চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা ও চাঁদপুর ক্লাবের সাথে পরিচিত হয়ে বিভিন্ন সামাজিক ও ক্রীড়া কর্মকান্ডে জড়িত হয়ে এখানে আমার বেশ ভালো সময় কেটেছে। চাকরি জীবনের বাকী সময়টা যেন সম্মান ও সুস্থতার সাথে কাটাতে পারি সবাই দোয়া করবেন।

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক  বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার  সুদীপ্ত রায়, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর  পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, জেলা প্রশাসকের  সহধর্মিনী   আসমা-উল হোসনা,পুলিশ সুপারের সহধর্মিনী ডা. আফসানা শর্মী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের  কমান্ডার   এমএ ওয়াদুদ,,চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক  আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর ক্লাবের সদস্য  শেখ মনির হোসেন বাবুল।

আলোচনা শেষে  চাঁদপুর ক্লাব ও ক্রীড়া সংস্থার পক্ষ থেকে  পুলিশ সুপার মিলন মাহমুদকে ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায়ী  সংবর্ধনা জানানো হয় এবং রাতে নৈশ্যভোজের আয়োজন করা হয় ।
ফম/এমএমএ/চৌইই/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম