চাঁদপুর: “স্মার্ট পুলিশ, স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে পুলিশ সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে চাঁদপুর পুলিশ লাইন্সে অফিসার্স ও ফোর্স’দের অংশগ্রহণে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (বার) এর পক্ষে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ্ত রায়।
পুলিশ সপ্তাহ ২০২৪ উপলক্ষে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটে প্রীতিভোজ এর আয়োজন করা হয়।
এ সময় চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মোঃ খায়রুল কবীর, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ রিজওয়ান সাঈদ জিকু, অফিসার ইনচার্জ, চাঁদপুর সদর মডেল থানা, ডিআইও-১, ওসি ডিবি, কোর্ট ইন্সপেক্টর, আরওআই, আরআই (পুলিশ লাইন্স), সকল থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্রের অফিসার ও ফোর্সগণ সহ জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/