চাঁদপুর: চাঁদপুর শহরের পুরান বাজার পূর্ব শ্রীরামদী এলাকায় আবু সুফিয়ান গাজী (২৪) নামের এক যুবক গলায় ওড়না প্যাচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (৩০ মে) দিনগত গভীর রাতে চাঁদপুর শহরের পূর্ব শ্রীরামদী এলাকার গাজী বাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত যুবক ওই বাড়ির আবু হাসেম গাজীর ছেলে।
স্বজনরা জানান, পারিবারিক বিষয় নিয়ে পরিবারের লোকজনের সাথে আবু সুফিয়ানের মনোমালিন্য হয়। যার কারনে মঙ্গলবার গভীর রাতে সে সবার অজান্তে রাগে ক্ষোভে অভিমান করে ঘরের বারান্দার লোহার গ্রীলের সাথে গলায় ওড়না প্যাচিয়ে ফাঁস দেয়। তার মা মমতাজ বেগম ও অন্যান্যরা বিষয়টি টের পেয়ে আবু সুফিয়ানকে ফাঁস থেকে উদ্ধার করে রাতত পৌনে ৩ টার দিকে চাঁদপুর সরকারি জেনারেলের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার (৩১ মে) সকালে চাঁদপুর সদর মডেল থানার উপ পরিদর্শক কামাল উদ্দিন আহমেদ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠান। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ফম/এমএমএ/