পুরান বাজার পুলিশ ফাঁড়ির সম্ভাব্য অস্থায়ী ক্যাম্প পরিদর্শন

চাঁদপুর: চাঁদপুরের প্রাচীন ও প্রসিদ্ধ বানিজ্যিক এলাকায় অবস্থিত পুরান বাজার পুলিশ ফাঁড়ির কার্যক্রম পরিচালনার জন্য সম্ভাব্য অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন। এসময় উপস্থিত ছিলেন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ, পুরান বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামছুল আলম।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে তিনি পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয় (হড়িসভা) (সম্ভাব্য অস্থায়ী পুলিশ ক্যাম্প) পরিদর্শন করেন। এসময় তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমানের সাথে এবিষয়ে কথা বলেন।

পরিদর্শন শেষে আসিফ মহিউদ্দীন এ প্রতিবেদককে জানান, পুরান বাজার পুলিশ ফাঁড়ির বর্তমান অবকাঠামোটি ঝুঁকি পূর্ণ। এটি ভেঙ্গে আধুনিক সুযোগ-সুবিধা সহ নতুন ভবন নির্মাণ করা হবে।

এটি নির্মাণে প্রায় ৬ থেকে ৭ মাস সময় লাগতে পারে। অস্থায়ী ক্যাম্প নির্ধারিত হলে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হবে। অস্থায়ী ক্যাম্পের জন্য ইতি মধ্যে বেশ কটি স্থান দেখা হয়েছে। আজ এটি দেখে আমার মনে হয়েছে এখানে অস্থায়ী ক্যাম্প করা যেতে পারে। তবে এবিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পুলিশ সুপার মিলন মাহমুদ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আলী হোসেন, পুরান বাজার মধূসুদন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান খান বাদল, পুরান বাজার রিভার সাইট কিন্ডার গার্টেনর প্রতিষ্ঠাতা ও পরিচালক জাকারিয়া ভূঁইয়া বতু, ব্যবসায়ী আব্দুল মজিদ খান প্রমুখ।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম