পুরান বাজার একাদশকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ব্রাদার্স ইউনিয়ন

পুরানবাজার মধুসূদন মাঠে সানরাইজ ক্লাবের ফুটবল ম্যাচ

চাঁদপুর:  সানরাইজ ক্লাবের আয়োজনে চাঁদপুর শহরের পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলা শেষে সেরা খেলোয়াড়ের হাতে পুরুষ্কার তুলে দেন প্রধান অতিথি চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় পুরান বাজার মধুসূদন মাঠে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে অংশগ্রহণ করে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব ও পুরান বাজার একাদশ।

টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে অংশ নেওয়ার দুই দলের ক্লাব কর্মকর্তারা স্থানীয় ও বিদেশী ফুটবলার নিয়ে দল গঠন করে খেলতে নামেন। খেলার প্রথমার্ধে ব্রাদাস ইউনিয়নের ক্লাব ১-০ গোলে এগিয়ে যায়।

খেলার দ্বিতীয়ার্ধে পুরান বাজার একাদশ পাল্টা আক্রমণ করতে থাকেন ব্রাদার্স ইউনিয়নের রক্ষণভাগে। রেফারির শেষ বাঁশি বাজা পর্যন্ত ব্রাদার্স ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়েন।

সানরাইজ ক্লাবের কর্মকর্তা ও সাবেক ফুটবলার সাইফুল ইসলামের পরিচালনায় সেরা খেলোয়াড়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া, বিএনপি নেতা ফরিদ আহমেদ বেপারী, শহিদুল ইসলাম মুক্কু, সাবেক ফুটবলার মুনাফ পাটোয়ারী, জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম, সদর থানা যুবদলের যুগ্ন আহবায়ক ও ক্রীড়া সংগঠক জুলহাস আহমদ জুয়েল, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারী সহ স্থানীয় ক্রীড়া সংগঠকরা।

ফম/এমএমএ/চৌইই/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম