পুরান বাজারের রাজু মাদকসহ গ্রেফতার

চাঁদপুর: চাঁদপুর শহরের পুরাণ বাজার এলাকার পূর্ব শ্রীরামদী থেকে মো. রাজু বেপারী (৩০) নামে মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২৯ জানুয়ারি) বিকেলে তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়। রাজু পূর্ব শ্রীরামদী হাফেজ বেপারী বাড়ীর মৃত হাফেজ আহম্মেদ বেপারীর ছেলে।

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানাগেছে, চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসার ইনচার্জের দিক নির্দেশনায় এসআই মোঃ আব্দুছ ছালাম ও সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করাকালে চাঁদপুর মডেল থানাধীন চাঁদপুর পৌরসভাস্থ পূর্ব শ্রীরামদী সাকিনস্থ আমজাদ আলী নামক রাস্তার মাথা হতে মাদক ব্যবসায়ী মোঃ রাজু বেপারীকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।

গ্রেফতার মাদকব্যবসায়ীরে বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম