পুরান বাজারের মাদক কারবারি মোবারক আটক

চাঁদপুর: চাঁদপুরে মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনী ও পুলিশের সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা হয়। এতে শহরের পুরান বাজার দুই নাম্বার ওয়ার্ড মধ্য শ্রীরামদি অভিযান চালিয়ে মাদক কারবারি  মোবারক হোসেন মোবাকে আটক করা হয়।

এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ২৯৮ পিস ইয়াবা ও বিদেশি মদের বোতল উদ্ধার করে। সেনাবাহিনীদের হাতে আটক হওয়া মাদক কারবারি মোবারক হোসেন বউবাজার এলাকার মৃত মনসুর সর্দারের ছেলে।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে আটক মাদক কারবারি  মোবারককে মাদক মামলার আসামি করে আদালতে প্রেরণ করে পুলিশ।

এর আগে শুক্রবার (২৪ জানুয়ারি) গভীর রাতে সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট জাভিদের নেতৃত্বে ওয়ারেন্ট অফিসার জিয়ার মডেল থানার এস আই ফেরদৌস সহ অভিযান চালিয়ে মাদক উদ্ধার করে।

এছাড়া যৌথ বাহিনী পুরান বাজারে সন্ত্রাস দমনে ও অস্ত্র উদ্ধারে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়।

সেনাবাহিনী অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়ে মাদক ও অস্ত্র উদ্ধারের অভিযান পরিচালনা করায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

কারণ চাঁদপুর পুরান বাজারে দুই নম্বর ওয়ার্ড মাদক বিক্রির মহারাজ্য হিসেবে পরিচিত লাভ করেছে। এ ছাড়া পুরান বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটছে।

তাই যৌথ বাহিনীর অভিযানে মাদক বিক্রেতা আটক ও দেশীয় অস্ত্র উদ্ধার করায় অপরাধীরা গা ঢাকা দিতে শুরু করেছে।

এভাবে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকলে চাঁদপুর থেকে সন্ত্রাসী মাদক ও অপকর্ম সম্পন্নরূপে বন্ধ করা সম্ভব হবে বলে মনে করছেন সচেতন মহল।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম