চাঁদপুর: চাঁদপুর শহরের পুরানবাজার রিভারসাইড কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) পুরানবাজার মধুসূদ ও উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এই আয়োজনঅনুষ্ঠিত হয়।
সকালে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন পুরানবাজার ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব) মো শোয়ায়েব। বিকেলে সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন চাঁদপুর জজ কোর্টের এপিপি এবং জেলা যুবদলের সভাপতি অ্যাড. নুরুল আমিন খান আকাশ।
রিভারসাইড কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অ্যাড. আবুল কালমা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাড. মোঃ শাহজাহান মিয়া, অ্যাড. রোজিনা বেগম চৌধুরী, পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ চন্দ্র দাস, পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী হোসেন।
বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা এবং সংস্কৃতিক কর্মকান্ডে সুযোগ দিতে হবে। এতে করে তারা ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি শারীরিক এবং মানসিকভাবে গড়ে উঠবে। আমাদের সন্তানরা সুনাগরিক হয়ে উঠলে তারা দেশে সম্পদ হবে। আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ নেতৃত্ব দেবে। তাই আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।
বক্তারা আরো বলেন, রিভারসাইড কিন্ডারগার্টেন পুরানবাজার তথা চাঁদপুরের একটি সুনামধন্য বিদ্যাপীঠ। আমরি বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আশা করছি এই বিদ্যালয়টি পুরা বেজার তথা চাঁদপুর শহরের একটি আলোকিত বিদ্যাপীঠ হিসেবে তাদের সুনাম ধরে রাখবে।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দ্বিলীপ সাহার পরিচালনায় উপস্থিত ছিলেন, শিক্ষানুরাগী মেম্বার সুভাষ রায় ছাত্রনেতা ও সংগঠক ইয়াকুব বিন সায়েদ লিটন। ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সহকারি শিক্ষিকা কান্তা মজুমদার, আমেনা বেগম, জান্নাত আক্তার, শ্রাবণী সাহা, রিঙ্কু সাহা, তাসফিয়া রহমান, ইকরা আক্তার, নূর নাহার, সাথী ঘোষ ও শ্রাবণী আক্তার।
সকাল ৯টায় জাতীয় এবং ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা মনমুগ্ধকর ডিসপ্লে এবং নৃত্য পরিবেশন করে। বিকেলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী এবং বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং অভিভাবকসহ এলাকাবাসী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপভোগ করেন।
ফম/এমএমএ/