চাঁদপুর: আমীরে শরীয়ত হযরত মাওলানা মোহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর (রহঃ) এর ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত চাঁদপুর শহরের পুরান বাজার পশ্চিম শ্রীরামদী ডাঃ আঃ হাই আখন বাড়ি প্রাঙ্গণে আখন বাড়ি হোসাইনিয়া হাফিজিয়া মাদ্রাসার নতুন ভবন নির্মাণের কাজ শুরু করা হয়েছে।
নির্মাণ কাজ শুরু উপলক্ষে শুক্রবার (২৫ মার্চ) সকাল ৯টায় মাদ্রাসা প্রাঙ্গণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ডাঃ আঃ হাই আখন, এডভোকেট জসিম উদ্দিন পাটোয়ারী, এডভোকেট মোঃ মাহাবুবুর রহমান, পৌর ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মালেক শেখ, সাবেক কাউন্সিলর মাহফুজ বেপারী, বিশিষ্ট ব্যবসায়ী কাজী হুমায়ুন কবির, বাহার চৌধুরী, হযরত মাওলানা কামাল হোসাইন, হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ, অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মোঃ রাসেল আখন, সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান আখন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা হারুন অর রশিদ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা ইলিয়াস ফরিদী।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/