পুরানবাজারে একুশ উদযাপন পরিষদের মাসব্যাপী কর্মসূচি

চাঁদপুর: চাঁদপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন পরিষদ পুরানবাজারের আসন্ন একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচী পালনে বিভিন্ন উপ-কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৩ জানুয়ারি) বিকালে ভাই ভাই স্পোর্টিং ক্লাবের কার্যালয়ে এ সভা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌর আওয়ামীলীগের সভাপতি ও উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা রাধা গোবিন্দ গোপ।

সভায় উদযাপন পরিষদের সহ-সভাপতি রফিক আহমেদ মিন্টুর সভাপতিত্বে এবং মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মোঃ মুজিবুর রহমানের সঞ্চালনায় এসময় ভার্চুয়ালি বক্তব্য রাখেন পৌর প্যাণেল মেয়র মোঃ আলী মাঝী। এছাড়া উপস্থিতিদের মধ্যে আরও বক্তব্য রাখেন উদযাপন পরিষদের যুগ্ম মহাসচিব মমতাজ উদ্দীন মন্টু গাজী, পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আলী হোসেন, জেলা কমিউনিস্ট পার্টির সাধারন সম্পাদক কমরেড জাহাঙ্গীর হোসেন,মধূসুধন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোপাল চন্দ্র ঘোষ, ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ধ্রুব রাজ বনিক, স্বদেশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক এ. কে. আজাদ, ভাই ভাই স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান, সংগঠক ইয়াকুব বিন সায়েদ লিটন, অনুপম নাট্ট গোষ্ঠীর প্রতিনিধি কার্তিক সরকার, উদযাপন পরিষদের সদস্য কুট্টি দাস,জুয়েল কান্তি নন্দু, আনন্দধ্বনীর প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক,বহরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয় ঘোষ প্রমূখ।

সভায় বিভিন্ন উপকমিটি গঠন হয় এবং আগামী ৪ঠা ফেব্রুয়ারি থেকে চিত্রাঙ্কন ও হাতে লেখা প্রতিযোগিতার মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচী শুরুর সিদ্ধান্ত হয়।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম