পুরাণ বাজার দুই ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড

চাঁদপুর: পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার না করায় চাঁদপুর শহরের পুরান বাজার দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

রবিবার (১২ মার্চ) ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী।

তিনি জানান, জেলা প্রশাসক এর নির্দেশে বেলা ১.২৫ হতে ২.৩০ পর্যন্ত চাঁদপুর শহরের পুরাতন বাজার এলাকায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন,২০১০ এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় উক্ত আইনের ৪ধারা লংঘনের দায়ে ১৪ ধারায় পূবালী কোল্ড স্টোরেজ এবং আজমীরি রাইস মিলস্ কে ২টি মামলায় মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করেন পুলিশ সদস্যবৃন্দ।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম