
চাঁদপুর: চাঁদপুর শহর পুরাণবাজারের বিশিষ্ট স্টেশনারি ব্যবসায়ী মেসার্স জগবন্ধু সাহা স্বত্বাধিকারী সত্য রঞ্জন সাহা আর বেঁচে নেই।
মঙ্গলবার (২১ নভেম্বর) বিকাল ৫টার সময় পুরাণবাজার নবপল্লী আবাসিক এলাকার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মুত্যুকালে তাঁর বয়স হয়েছিলো প্রায় ৭৬ বছর।তিনি ছোট ভাই শম্ভুনাথ সাহা মনা, স্ত্রী,৩ ছেলে ১ মেয়ে,জামাতা, পুত্রবধূ, নাতিনাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
দীর্ঘদিন যাবত তিনি ডায়াবেটিস কিডনি ও চোখের সমস্যায় অসুস্থ ছিলেন।
মঙ্গলবার রাতেই চাঁদপুর মহাশ্মশানে প্রয়াত তার অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন সর্গীয় সত্যরঞ্জন সাহার জ্যেষ্ঠ পুত্র সমীর সাহা ও ছোট ছেলে প্রবীর সাহা।
ব্যবসায়ি মহল ও এলাকাবাসীর মাঝে সত্যরঞ্জন সাহা ছিলেন অত্যন্ত বিনয়ী, সদালাপী, নির্লোভ, নিরহংকারী ও একজন ভালো মানুষ। পুরান বাজার বড় মসজিদ সংলগ্ন গোয়াল পট্টিতে নিরবে নিভৃতে তিনি ব্যবসা করে গেছেন।
প্রবীন এই ব্যবসায়ির মৃত্যুতে শোকাভিভূত ব্যবসায়িরা তার আত্মার শান্তি কামনা করেন।
ফম/এমএমএ/