
চাঁদপুর: ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ও জাকজমকপূর্ণ পরিবেশে বিদ্যাদেবী সরস্বতীর পূজা চাঁদপুর পুরাণবাজার দাসপাড়া যুবক সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চাঁদপুর শহরের দাসপাড়া কালী মন্দিরে দাসপাড়া যুবক সংঘের উদ্যোগে বড় ধরনের প্যান্ডেল করে এ বছরও সরস্বতী পূজা উদ্যাপন করা হয়েছে। সকাল থেকে হিন্দুসম্প্রদায় পূজা মন্ডপে আসেন এবং অঞ্জলী ও প্রসাদ গ্রহণ করে।
সরস্বতী পূজা উদ্যাপনে সর্বাত্মকভাবে সহযোগিতা ছিলেন পুরাণবাজার কালী মন্দির কমিটির দুলাল চন্দ্র দাস, শনিরাম দাস, বিকাশ দাস, শ্যাম সুন্দর দাস, বাবু লাল দাস, বাবলু চন্ত্র দাস, মৃনাল কান্তি দাস, খোকন চন্দ্র দাস (মনা), দাসপাড়া যুবক সংঘেন সভাপতি বাদল দাস, সম্পাদক অজিত দাস, রিপন চন্দ্র দাস, উৎপল চন্দ্র দাস, সুমন চন্দ্র দাস, স্বপন দে, সঞ্জয় মজুমদার, সমীর চন্দ্র দাস, মৃদুল কান্তি দাস, পঙ্কজ দাস, রাম দাস, পঙ্কজ দাস-২, নারায়ন, সুকলাল, শান্তি, ভাষাণ, সংকর, শুনিল, গোপাল, কৃষ্ণ, দুদু, চন্দন, নিমাই, কুষ সাহা, লব সাহা, চিত্ত, অসীম, সঞ্জিক, রবি, নিতাই, টিটু, দূর্গা পুজা কমিটির সভাপতি প্রদীব চন্দ্র দাস, সম্পাদক গৌতম চন্দ্র দাস, শ্যামা কালী পূজা কমিটির সভাপতি অনুপ চন্দ্র দাস, সম্পাদক বিশ্বনাথ মজুমদারসহ আরো অনেকে।
ফম/এমএমএ/