
এস ডি সুব্রত
স্ত্রীকে ছেড়ে স্বামীর সন্তানকে ছেড়ে বাবার
মাকে ছেড়ে সন্তানের অশ্রুসিক্ত বিদায়
অনিশ্চিত ফিরে আসার যাত্রা
দেশরক্ষার জন্যে মৃত্যুকে আলিঙ্গন ,
সভ্যতার শিখরে দাঁড়িয়ে
অশুভ আর অসভ্যতার আস্ফালন
আলোর নিচে অন্ধকারের হাতছানি
এর নাম অগ্রগতি এর নাম উন্নতি ?
সভ্যতার উৎকর্ষতায় এ কেমন আধুনিকায়ন
ক্ষমতা দম্ভ শক্তির কাছে হয় মানবতার বলি
পরাশক্তি মেতে উঠে মৃত্যুর খেলায়
অস্ত্র বারুদ আর রক্তের স্রোত ,
দুঃখ ব্যাথায় কাঁদে অসহায় জনতা
ধ্বংসস্তূপে চাপা পড়ে বিশ্ব বিবেক
শক্তির মহড়ায় পুড়ে নগর মানুষ মানবতা
সরল মানুষ দেখে যায় শুধু দানবতা ,
সংখ্যাগরিষ্টের শান্তির আহ্বান আকুতি
নিস্ফল করে দিয়ে এগিয়ে চলে দানব শক্তি
মন্দের কাছে জিম্মি শুভবুদ্ধি
দানবতার কাছেই হেরে যায় মানবতা !
লেখক: কবি ও প্রাবন্ধিক, সুনামগঞ্জ।
০১৭১৬৭৩৮৬৮৮ ।