পিকাপ বোঝাই ১৭৭কেজি গাঁজা আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

কুমিল্লা : কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসানের নেতৃত্বে কোতয়ালী থানাধীন শাহপুর মাজার গেইট সংলগ্ন আবাদ মিয়ার চায়ের দোকানের আশেপাশে, ১০ বিজিবি ব্যাটালিয়ানের সহায়তায় রেইডিং টিম গঠন করে পিকাপ বোঝাই ভুসির বস্তার অন্তরালে ১৭৭কেজি গাঁজা আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটককৃত গাজার আনুমানিক মূল্য প্রায় ৩০লক্ষাধিক টাকা। গোপন তথ্যের ভিত্তিতে ১৭ এপ্রিল রবিবার বিকেলে এ অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সড়কের ওপর পিকাপটি থামানোর সংকেত দিলে গাড়ি চালক সামনে এগিয়ে গাড়টি রেখে দ্রুত পালিয়ে যায়। রেইডিং টিম উপস্থিত সাক্ষীদের সঙ্গে নিয়ে গাড়িটি তল্লাশি করে গাঁজাগুলো জব্দ ও উদ্ধার করে।
গাড়ি চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ৭বস্তা ভূষি ও ১৭ বস্তা চাউলের কুড়ার আড়ালে ৭ টি বস্তায় ১৭৭ কেজি গাঁজা লুকিয়ে রাখা হয়েছিল।
মাদকবিরোধী যৌথ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা জেলা  কার্যালয়ের বিভাগীয় স্টাফ এবং  কুমিল্লা ১০ বিজিবির সদস্যগণ অংশগ্রহণ করেন।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার আতকাপাড়া এলাকার তপন শীলের পিকাপ ড্রাইভার বিশ্বজগৎ চন্দ্র সরকার (২৬) গাড়ীর মালিক আয়েশা আক্তারকে আসামী করে পরিদর্শক মোঃ তমিজ উদ্দিন মৃধা বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
ফম/এমএমএ/

তাপস চন্দ্র সরকার | ফোকাস মোহনা.কম