পানি উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন আর নেই

চাঁদপুর:  বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান চাঁদপুর জেলার হাইমচর উপজেলার কৃতি সন্তান, দক্ষিণ আলগী ইউনিয়নের মোয়াজ্জেম হোসেন কলেজ, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা আলহাজ্ব সৈয়দ মোয়াজ্জেম হোসেন হাওলাদার তার ঢাকা উত্তরা নিজ বাস ভবনে ২৯ আগষ্ট মঙ্গলবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহ… রাজিউন)।

মরহুম সৈয়দ মোয়াজ্জেম হোসেন হাওলাদারের মৃত্যুকালীন সময় তার বয়স হয়েছিল ৮৮ বছর।

মৃত্যুকালে তার ২ ছেলে ও ১ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। পরিবার সুত্রে জানান যায়, মরহুম মোয়াজ্জেম হোসেন হাওলাদার কে তারই প্রতিষ্ঠানের দাফন করা হবে।

তার মৃত্যুতে এলাকাবাসীসহ তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন।

ফম/এমএমএ/

সংবাদদাতা | ফোকাস মোহনা.কম