
আজ চাঁদপুর সদর উপজেলা ১২নং চান্দ্রা ও ৯নং বালিয়া ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার উদ্যোগে সদর উপজেলার সার্বিক তত্ত্বাবধানে অসহায় কর্মহীন পানিবন্দী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হাদিয়া বিতরণ করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি জননেতা শেখ মুহা জয়নাল আবদিন এর নেতৃত্বে জেলার শীর্ষ নেতৃবৃন্দ ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন ।
জেলা সভাপতিসহ সকল দায়িত্বশীলরা কোমর সম পানি দিয়ে পায়ে হেঁটে বিভিন্ন ওয়ার্ডের পানি বন্দী মানুষের খোঁজখবর নেন এবং তাদের নিত্য প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করেন।
তিনি বলেন ঘুরে ঘুরে দেখে যা অনুভব হলো খাদ্য সামগ্রী চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল । আর আমাদের একার পক্ষে কখনোই সকলের চাহিদা পূরণ করা সম্ভব নয়। প্রতিবেশী বিত্তবান যারা আছেন সকলে এগিয়ে আসলে অন্তত অনাহারে কেউ কষ্ট পাবে না। তিনি সকল স্বেচ্ছাসেবী রাজনৈতিক এবং ব্যবসায়ীদেরকে বন্যাকবলিত এবং পানিবন্দী অসহায় কর্মহীন পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।
তিনি সকলকে ধৈর্য্য ধারণ করে আল্লাহর দরবারে এই মুসিবত থেকে মুক্তির জন্য দোয়া করতে বলেন। তিনি আরো বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষ স্বাভাবিক জীবনে ফিরে না আসা পর্যন্ত সাধ্যমত তাদের খোঁজখবর রাখবে এবং তাদের পাশে থাকবে ইনশাআল্লাহ।
ত্রাণ বিতরণ কালে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানি, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার সাবেক সভাপতি মাওলানা নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক শাহজামাল গাজী সোহাগ,মাহবুব ইমরান মাসুম, মাওলানা নুর উদ্দিন ,বীর মুক্তিযোদ্ধা মীর মোশাররফ হোসেন, ডাক্তার বেলাল হোসেন ,মাওলানা মুজিবুর রহমান ,মোহাম্মদ আবুল হাসানাত, ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলা মাওলান মুফতি ইমরান হোসাইন ,মোঃ সেলিম হোসাইন, ইসলামের ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা সভাপতি রাকিবুল ইসলাম ও মাসুদ আলম এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/