পাঠক না থাকলে গ্রন্থাগার করেও লাভ হবে না : জেলা প্রশাসক

চাঁদপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভায়

চাঁদপুর : চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগারের যৌথ আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে৷

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা সরকারি গ্রণগ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বলেন, আমরা বই পড়ি জ্ঞান বৃদ্ধির জন্যে। গ্রণগ্রন্থাগারে না এসেও যদি বই পড়ে তাহলেও কোন সমস্যা নাই। প্রতিটি পাড়া মহল্লায় আমরা লাইব্রেরি বা গ্রন্থাগার তৈরি করলাম কিন্তু বই পড়ছি না আমরা, তাহলে কি কোন লাভ হবে। পাঠক না থাকলে গ্রন্থাগার করে লাভ হবে বলে মনে হয় না। আজকের লক্ষ্য শুধু লাইব্রেরি স্থাপন নয়, লাইব্রেরি স্থাপন করে পড়তে হবে।

ডিসি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা ইচ্ছা করলে পারিবারিক গ্রন্থাগার তৈরি করতে পারি। তোমার বাসার পাঠাগারটা তুমি চাইলেই সম্মৃদ্ধি করতে পারো। তোমরা বিভিন্ন কাজে অনেক টাকা পয়সা খরচ করো। তোমরা তোমাদের পিতা-মাতাকে বই কিনার জন্যে বলতে হবে। না পড়লে তোমরা অনেক কিছুই জানবে না। কোনটা ভালো কোনটা খারাপ তা জানতে হলেও পড়তে হবে।

ডিসি আরো বলেন, সমকালীন সময়ে তেমন লেখক বের হচ্ছে না। একদিনে কবি সাহিত্যিক বা লেখক হওয়া যায় না। রবীন্দ্রনাথ ঠাঁকুর, কাজী নজরুল, তাঁরা প্রচুর পড়াশোনা করেছেন। পৃথিবীতে অনেক জ্ঞানী ব্যক্তি রয়েছেন, যারা প্রচুর পড়াশোনা করেছেন। শুধু প্রাতিষ্ঠানিক নয়, এর বাইরেও তাঁরা অনেক পড়েছেন। অনেক জ্ঞানী ব্যক্তিরা রয়েছেন যারা প্রাতিষ্ঠানিক শিক্ষা না লাভ করলেও বাহ্যিক অনেক পড়াশোনা করেছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা। অনুষ্ঠানে মূখ্য আলোচকের বক্তব্য দেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম আব্দুল মান্নান।

বাংলাদেশ গ্রন্থাগার সমিতি চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি মো. আরিফ বিল্লাহ’র সঞ্চালনায় আরো বক্তব্য দেন স্বাগত বক্তব্য দেন সহকারি লাইব্রেরিয়ান ইকবাল আহম্মদ।

আলোচনা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা।

ফম/এস.পলাশ/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম