পাংশা উপজেলায় ভ্রাম্যমান আদালতে ইটভাটায় জরিমানা

রাজবাড়ী: বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে রাজবাড়ী জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ এর নেতৃত্বে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার তারাপুর এলাকায় বিদ্যমান অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

এসময় মোবাইল কোর্ট অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধিত) আইন, ২০১৯ লঙ্ঘনের দায়ে ‘মেসার্স এ এম বি ব্রিকস্’ নামক একটি ইটভাটায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় । একই সাথে ভাটার কাগজপত্র ও পরিবেশগত ব্যবস্থাপনা সঠিক না করা পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজুর রহমান।

মোবাইল কোর্টে আরো উপস্থিত থেকে সহযোগিতা করে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। ভবিষ্যতেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/

সংবাদ বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম