চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউপি চেয়ারম্যান, মোহাম্মদ মনিরুজ্জামান মনিক নির্বাচনে বিজয়ী হয়ে ইউনিয়নের সর্বস্তরের জনগণের জন্য নিবিদিত ভাবে কাজ করেছেন। অসহায় নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েন, সেবা করেছেন, ইভটিজিং, মাদক, সন্ত্রাস, বাল্যবিয়ে রোধ করার জন্য সার্বক্ষণিক কাজ করেছেন তিনি। হয়েছেন জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান।
জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সদর উপজেলা প্রশাসন সকলেই তার কর্মকাণ্ড সন্তুষ্ট রয়েছেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রতিনিধিদল, বিভাগীয় কমিশনার গন ইউনিয়নের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন এবং সন্তুষ্টি প্রকাশ করেছেন, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ই লাইব্রেরি, জন্মনিবন্ধন, মৃত্যু সার্টিফিকেট, ওয়ারিশান সনদপত্র, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, ভিজিএফ কার্ড,ভিজিডি কার্ডসহ সার্বিক কার্যক্রম এলাকাবাসী ও সন্ত্রস্ত রয়েছেন।
মনিরুজ্জামান মানিক বলেন, নির্বাচিত হয়ে বিগত ৫ বছর ইউনিয়নের কল্যাণে নিবেদিত ভাবে কাজ করে যাচ্ছি।সরকারি কার্যক্রম ও দান অনুদান এর পাশাপাশি আমার ব্যক্তিগত তহবিল হইতে শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, ইউনিয়নের অবকাঠামোগত পরিবর্তনের লক্ষ্যে কাজ করার চেষ্টা করেছি। আমি চেয়ারম্যান হয়েই প্রথমে শিক্ষাক্ষেত্রে নজর দিয়েছি বেশি। ২০১৭ সালের প্রথম দিকে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের জন্য ২০০০ টিফিন বক্স বিতরণ করি। সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক দের জন্য ১৫ টি ভালো মানের চেয়ার এর ব্যবস্থা করি।
তিনি বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় ৬০ টির বেশি সিলিং ফ্যান বিতরণ করি। মাধ্যমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও ডেক্সটপ কম্পিউটার প্রদান করি। কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মাননা ক্রেস্ট ও আর্থিক সহায়তা প্রদান করি। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ জ্যামিতি বক্স, স্কেল, রাবার, কলম, পেন্সিল, ফাইল বিতরণ করি পরিক্ষার্থী ছাত্র-ছাত্রীদের মাঝে।
মেধাবী শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করি। ঝরেপড়া রোধ করার লক্ষ্যে ভর্তির ব্যবস্হা, ফরম ফিলাপের ব্যবস্থা, বই, খাতা, কলম, ইউনিফর্ম এর ব্যবস্থা করি।মেধাবী ছাত্রছাত্রীদের লেখাপড়ার দায়িত্ব গ্রহণ করি। বীরপ্রতীক মমিনউল্যাহ একাডেমিকে ৪৮ শতক জমি দান করি। দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের পরিবারের জন্য ২৪ শতক জমি ক্রয় করি তাদেরকে বাড়ি করে দেওয়ার জন্য।
ফম/এমএমএ/