চাঁদপুর: পাঁচ বছরের সাজা এড়াতে দীর্ঘ ২০ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলোনা সিরাজ গাজী (৫৫) নামে ব্যক্তির। বেরসিক পুলিশ তাকে আটক করে জেল হাজতে পাঠায়। অন্যদিকে একইভাবে ৩ বছরের সাজা এড়াতে ৬ বছর পলাতক থাকার পর পুলিশের হাতে ধরা পড়ল কাদির পাটওয়ারী (৩৫) আরেক অভিযুক্ত।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করেন।
পুলিশ জানায়, মো. সিরাজ গাজী গোবিন্দপুর উত্তর ইউনিয়নের শোভান গ্রামের আল আমিনের ছেলে। তিনি একটি মামলায় ৫ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি। মামলাটির রায়ের পর ২০ বছর পলাতক ছিলেন তিনি।
গ্রেপ্তারকৃত অপর আসামি কাদির পাটওয়ারী একই গ্রামের মৃত সিরাজুল ইসলাম পাটওয়ারীর ছেলে। তিনি অপর একটি মামলায় আদালত কর্তৃক ৩ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি। মামলাটির রায়েরপর ৬ বছর পলাতক ছিলেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পুলিশ পরির্দশক (তদন্ত) প্রদীপ মন্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শোভান গ্রামে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতারের পর আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ফম/এমএমএ/