চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে পাঁচগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
২১ শে ফেব্রুয়ারি বুধবার সকালে প্রভাতফেরি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জে.এম. মেহেদী মাসুদ (মিঠু) এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মরিয়মের নেছা, শিক্ষক মো. মুরাদ হোসেন, মো. খায়রুল ইসলাম, মাইমুনা আক্তার ও রাবেয়া আক্তার।
ফম/এমএমএ/