চাঁদপুর: চাঁদপুরে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ-১৪৩২’ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ এপ্রিল) জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক (পদোন্নতি প্রাপ্ত যুগ্ম সচিব) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি বাংলা নববর্ষ বিষয়ে বলেন, আপনারা বিভিন্নভাবে যার যার জায়গা থেকে সকল সাংস্কৃতিক সংগঠনগুলো র্যালীতে জারি-সারি, পল্লীগীতি, ঢাকঢোল পিটিয়ে, পালকি নিয়ে আসা, বিভিন্নভাবে কৃষকের দল, কৃষাণীর দলসহ বাউল গান যেকোনো বিষয়ে আপনারা সাজিয়ে নিয়ে আসতে পারেন।
তিনি আরো বলেন, আপনারা চাইলেই আন্তরিকতার সাথে এই বাংলার লোক সংস্কৃতি তুলে ধরতে পারেন। বাংলার ঐতিহ্য তুলে ধরতে যা যা দরকার আপনারা সেগুলোর ব্যাবস্থা করে র্যালীতে অংশগ্রহণ করার জন্য তিনি বলেন। ছোট ছোট ছেলে-মেয়েরা পাগল সাজে, বিভিন্ন আর্টিস্টকে তুলে ধরার চেষ্টা করে এই বাংলা নববর্ষে। আমি চাই আপনারা এবারের পহেলা বৈশাখের শোভাযাত্রায় বাংলার লোকসংস্কৃতিকে তুলে ধরেন।
জেলা প্রশাসক বলেন, বাংলা নববর্ষ উদযাপনের জন্য বাংলার ঐতিহ্য ইতিহাস সচিত্র চুলের ধরার জন্য, আপনি আপনার বা আপনারা কয়েকজন মিলে একটি গ্রুপকে একটি ইউনিট বা দল তৈরি করে নববর্ষ উদযাপন করার জন্য প্রস্তুতি নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন। তবে শোভাযাত্রাটি যেন কোনোভাবেই রাজনৈতিক কেন্দ্রিক না হয়। এটি সম্পূর্ণ অরাজনৈতিক ও বাংলার ঐতিহ্যকে বহন করবে।
জেলা প্রশাসক আরো বলেন, আপনারা চাইলে নৌকা বাইচের ব্যাবস্থা করতে পারেন, বৈষ্ণব-বৈষ্ণুবী সাজতে পারেন।
তিনি বলেন,আমরা ছোটবেলায় দেখেছি যে, তালপাতা ও খেজুর গাছের পাতা দিয়ে পহেলা বৈশাখের দিন বিভিন্ন সাজে সেজেছে। এগুলো এখন আর তেমন দেখা যায় না বললেই চলে। আপনারা চাইলে বাংলার এই সংস্কৃতি তুলে ধরতে পারেন।
এসময় তিনি আরো বলেন, জেলা প্রশাসনের পক্ষ হতে জেলা-উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাসমূহ বাংলা নববর্ষ ১৪৩২ উদায়াপান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানসমুহের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে। নিরাপত্তার পাশাপাশি সর্বস্তরের অনুষ্ঠানস্থলে নির্বিঘ্নে আসার বিষয়েও দৃষ্টি রাখতে হবে। এছাড়া অগ্নি নিরাপত্তা নিশ্চিতকল্পে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।
এছাড়াও পুলিশ সুপার চাঁদপুর কে সকাল সাড়ে ৮ টায় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ হতে চাঁদপুর প্রেসক্লাব পর্যন্ত মঙ্গল শোষযোত্রা ও গৃহিত অন্যান্য অনুষ্ঠানসূচী নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়।
মেলায় কোনোভাবেই জুয়া বা অশ্লীল কোনোকিছু যেন স্থান না পায় সে বিষয়ে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে বাঙালি সাংস্কৃতির সাথে সঙ্গতিপূর্ণ নয় এমন কোন নাচ বা গান পরিবেশন না করার সিদ্ধান্ত গৃহীত হয়।
চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ-মহিলা কলেজ রোড-হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়-গণি আদর্শ উচ্চ বিদ্যালয়- শপথ চত্বর-কালিবাড়ি- পালবাজার-পুরান বাজার নতুন। নতুন বাজার ব্রিজের পাদদেশ-হাসপাতাল-প্রেসক্লাব পর্যন্ত ইউনেস্কো কর্তৃক ‘মঙ্গল শোভাযাত্রা’ কে বিশ্বের গুরুত্বপূর্ণ ‘Intangible Cultural Heritage’ এর তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টিকে গুরুত্বারোপ করে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা।
পরে উপস্থিত অতিথিদের মধ্য থেকে কয়েকজন তাঁদের মতামত প্রকাশ করে বলেন, সুষ্ঠু সুন্দর পরিবেশ বজায় রেখে আইনশৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করলে আমরা অবশ্যই সুন্দর একটি শোভাযাত্রা উপহার দিতে পারবো।
পরে জেলা প্রশাসক বলেন, জেলা শহর ও সকল উপজেলায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলার আয়োজন করতে হবে। জেলা প্রশাসন জেলা/উপজেলা পর্যায়ে আয়োজিত সকল অনুষ্ঠান সমন্বয় করবে। জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে জেলা শিল্পকলা একাডেমি এবং বাংলাদেশ শিশু একাডেমি প্রতিটি জেলা/উপজেলায় চিত্রাংকন প্রতিযোগিতাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে।
এছাড়া উপজেলা প্রশাসন প্রতিটি ইউনিয়নে বৈশাখী শোভাযাত্রা আয়োজনসহ বাংলা নববর্ষ উদযাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, চাঁদপুর এবং জেলা কালচারাল অফিসার, চাঁদপুর এর সাথে সমন্বয় করে বাংলা নববর্ষ উপলক্ষ্যে আলোচনা সভা, প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করার জন্য লাইব্রেরিয়ান, জেলা সরকারি গণপ্রন্থাগার, চাঁদপুরকে অনুরোধ করা হয়েছে বলে তিনি জানান।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোস্তাফিজুর রহমান, চাঁদপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হান্নান রনি,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ গোলাম জাকারিয়া,চাঁদপুর সদর ইউএনও শাখাওয়াত জামিল সৈকত, উপজেলা শিক্ষা অফিসার মোঃ নুরুল্লাহ,চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন,চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল মান্নান, চাঁদপুর পূরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব:) মোঃ শোয়াইব,চাঁদপুর জেলা জামায়াতের আমির মোঃ বিল্লাল হোসাইন,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ।
এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফম/এমএমএ/