
চাঁদপুর: যথাযোগ্য মর্যাদায় চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ৩৭নং পশ্চিম ভাটেরগাঁও সরকারি প্রাথমকি বিদ্যালয়ের উদ্যােগে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাদাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ আগষ্ট) দুপুর ১২টায় বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে প্রধান শিক্ষক আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকনমোঃ বিল্লাল হোসেন পাটোয়ারী।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পশ্চিম ভাটেরগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নার্গিস সুলতানা, গৌতম চন্দ্র শীল, শাহতলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসিম উদ্দিন পাটওয়ারী, আলাউদ্দিন আল আজাদ প্রমুখ।
এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/