পশ্চিম ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদ ইউনিয়নের ৩৭নং পশ্চিম ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিকক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে।

সোমবার  (২০ মার্চ ) দুপুর ১২টায় সাহতলী উচ্চ বিদ্যালয়ের হলরুমে ৩৭নং পশ্চিম ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ সভাপতিত্বে প্রধান শিক্ষক আরিফুল ইসলাম মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার রাবেয়া আক্তার, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হাজী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নান খান মিলন, ৩৭নং পশ্চিম ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আবদুল মতিন তপদার ভুট্টু, ওয়ার্ড সদস্য সোহাগ পাটওয়ারী, মহিলা সদস্য ফিরোজা বেগম, ৩২নং লোধের সরকারি প্রথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আখতার হোসেন।

অনুষ্ঠানে রাঢ়িরচর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফারক আহমেদ, ৩৭নং পশ্চিম ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ইকবাল খান, সহকারী শিক্ষিকা নারগিস সুলতানা, তাহমিনা আখতার, নাজমুন নাহার, আয়শা আক্তার, মোঃ শাহ এমরান, মাহমুদা সুলতানাসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য, এলাকার সুধিজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেওলায়াত করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ এমরান।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম