পশুর সাথে এ কেমন নিষ্ঠুরতা!

চাঁদপুর: ঝগড়া হলে আমার সাথে আছে, আমার গরু দু’টি কী করছে তোকে? এভাবেই বলতে বলতে গরুর মাথা হাত বুলিয়ে কান্নায় ভেঙে পড়েন আমিন গাজী নামের গরুর খামারী।

চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়নের বালিয়া ইউনিয়নের উত্তর বালিয়া ২নং ওয়ার্ডের আমিন গাজীর বুধবার (১৩ ডিসেম্বর) দিনগত রাতে কে বা কারা তাঁর গরুর খামারে ঢুকে পেটে বাচ্চাসহ ১টি গাভী ও ১টি বাছুরকে ভুষির সাথে বিষ (ক্যামিকেল) মিশিয়ে হত্যা করেছে বলে এই খামারি অভিযোগ করেন।

পূর্ব শত্রুতার সূত্রপাত থেকে এমন ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তের দল এমনটাই ধারনা গরু খামারি আমিন গাজীর।

ঘটনার দিন গরু খামারের মালিক আমিন গাজী ও তার স্ত্রী তার ছেলে এবং ছেলের বউকে বাড়িতে রেখে আত্নীয়ের বাড়িতে বেড়াতে যায়। হঠাৎ গরু খামার থেকে কেমিক্যাল এর গন্ধ পেয়ে ঘর থেকে বের হয়ে আসলে গরু গুলো চিৎকার করতে থাকে। তাৎখনিক বাবা (আমিন গাজীকে) ফোন দিয়ে বলে গরু দু’টি মারা যাচ্ছে।

খবর পেয়ে আমিন গাজী এসে দেখে তার গরু গুলো ছটপট করছে। স্থানীয়রা তাদের কান্নার ডাক চিৎকার শুনলে এগিয়ে আসে বাড়িতে ভিড় জমায়। এসময় পল্লী চিকিৎসক কে খবর দিলে প্রাথমিক চিকিৎসা দিলেও গরু গুলোর অবস্থা উন্নতি না দেখে স্থানীয় ইউপি সদস্য মোঃ জাহিদ হোসেন (মেম্বার)কে খবর দিলে তাঁর সহযোগীতায় চাঁদপুর মডেল থানাকে কে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুর সদর মডেল থানা পুলিশ এবং সদর উপজেলা পশু ডাক্তার এসে দেখে যায়।

ক্ষতিগ্রস্ত আমির গাজী কান্না জড়িত কন্ঠে আক্ষেপ করে বলেন, আমার গরুগুলো যে মেরেছে আমি তার বিচার চাই।

এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) জাহিদ হোসেন জানান, কে বা কারা রাতের আধারে গরুর সাথে এ নির্মমতা করেছে তাদের আইনের আওতায় আনা হবে৷ চাঁদপুর সদর উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর মৃত গরুগুলো থেকে নমুনা সংগ্রহ করেছে। পরীক্ষা-নীরিক্ষার পর গরুগুলোর প্রকৃত মৃত্যুর কারন জানা যাবে।

এ ঘটনায় ৩ লাখ টাকা ক্ষতির পরিমান উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছে গরুর মালিক আমির গাজী।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম