পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগে’র উদ্যোগে কচুয়ায় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কচুয়া (চাঁদপুর) :  চাঁদপুরের কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ ছাত্রলীগে’র ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (৪ জানুয়ারি) দুপুরে চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রলীগ শাখার আহ্বায়ক শেখ সজিবের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর যুবলীগের সভাপতি মাহবুব আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পালাখাল মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিব মজুমদার জয়, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার, যুগ্ম আহ্বায়ক শুভজিৎ দাস ও শাকিল মুন্সী তাবির, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রিন্স মানিক। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রলীগের সদস্য ইজাজ মজুমদার অভি, মোঃ রাকিব ও তারেক প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক রায়হান মজুমদার,মহিন উদ্দিন, মেহেদী হাসান শিহাদ, শাহারিয়ার রহমান আলামীন, সাইমন খান ও সদস্য মোঃ রাকিবুল ইসলাম মুন্সি, সোয়েব মোল্লা, জোবায়ের মিয়াজী, শিহাব উদ্দিন ওমর, মাহছুম আহম্মেদ কাউছার, সাইদুল ইসলাম, মেহেদী হাসান শাকিল, রবিন খন্দকার, সাইফুল ইসলাম মনির, ফরহাদ হোসেন, মোঃ সাব্বির হোসেন প্রমুখ।

আলোচনা শেষে আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রলীগ শাখা ও অনুরুপ কর্মসূচী পালন করে।

ফম/এমএমএ/

মো. রাছেল | ফোকাস মোহনা.কম