
চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলা আশিকাটি ইউনিয়নের এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে শাহতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারীকে।
মঙ্গলবার ( ২ মে) কেন্দ্র সচিব শাখাওয়াত হোসেন পাটওয়ারীকে প্রত্যাহার করে নতুন করে বিল্লাল হোসেন পাটওয়ারীকে কেন্দ্র সচিবের দায়িত্ব প্রদান করা হয়।
কুমিল্লা শিক্ষা বোর্ডের নির্দেশনা মোতাবেক তাকে দায়িত্ব প্রদান করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) সানজিদা শাহনাজ।
সাথে এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের দুই শিক্ষক ছোট সুন্দর এ আলী উচ্চ বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষককে বহিস্কার করা হয়েছে।
জানাগেছে, ৩০ এপ্রিল এসএসসি পরিক্ষার প্রথম দিন এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে এক ছাত্রী অসুস্থ হলে চিকিৎসার পর দেখেন ওই ছাত্রীর পরনের গহনা নেই। এ ঘটনা নিয়ে স্থানীয় গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়ে।
কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নতুন সচিব বিল্লাল হোসেন পাটওয়ারী বলেন, যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি সবার সার্বিক সহযোগিতা কামনা করি।
ফম/এমএমএ/