চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ কেন্দ্রের মনোয়ার মাহতাব নামের ওই শিক্ষার্থীকে বহিষ্কার করেন হল পর্যবেক্ষক।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছেন।
কেন্দ্র সুপার ও হাজীগঞ্জ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. আনোয়ার উল্যাহ্ জানান, এ দিন ইংরেজী প্রথম পত্রের অনুষ্ঠিত পরীক্ষায় ১২০নম্বর হলে মোবাইল ফোন ব্যবহার করায় মনোয়ার মাহতাব নামের ওই শিক্ষার্থীকে বহিষ্কার করেন হল পর্যবেক্ষক মো. সাইফুল্লাহ।
এছাড়া এদিন হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ কেন্দ্রে একজন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
এর আগে গত ১৭ আগস্ট (বৃহস্পতিবার) এইচএসসি পরীক্ষার প্রথম দিনে উপজেলার ৭টি কেন্দ্রে ২৮৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮৬৩ জন অংশগ্রহণ করে। ওই দিন অনুষ্ঠিত বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের পরীক্ষায় ১০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
ফম/এমএমএ/