পরিবেশ দূষণের দায়ে রাজবাড়ী রাবেয়া হাসপাতালকে অর্থদন্ড

রাজবাড়ী: পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে রাজবাড়ী জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  বিপুল সিকদার এর নেতৃত্বে রাজবাড়ী জেলায় হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে মোবাইল কোর্টে ঝুকিপূর্ণ বর্জ্য পরিত্যাগকরণের মাধ্যমে পরিবেশ দূষণের দায়ে রাজবাড়ী জেলার সদর উপজেলার সজ্জনকান্দা এলাকায় মোঃ আসিকুজ্জামান এর পরিচালনাধীন রাবেয়া (প্রাঃ) হাসপাতাল নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ১০হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মিতা রানী দাস। এসময় মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রদান করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।

ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/

সংবাদ বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম