
শনিবার (২৮ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার লতরদি গ্রামে তার নিজ বাড়িতে বিশেষ অতিথির সম্মাননা ক্রেস্ট প্রদান করেন মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরাফাত আল-আমিন। এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসরাফিল খান বাবু, কোষাধ্যক্ষ বাবুল মুফতী, সাংগঠনিক সম্পাদক তুহিন ফয়েজ, কার্যকরি সদস্য জাকির হোসেন বাদশা, মমিনুল ইসলাম প্রমুখ।
এসময় এম ইসফাক আহসান বলেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক। সকলেই এই পরিচ্ছন্ন বিবেক খাটিয়ে সমাজের সংবাদ তুলে ধরবেন জাতির সামনে। তাহলেই সরকারের উন্নয়ন ও সমাজের ভালো দিকগুলো ফুটে উঠবে।
তিনি বলেন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাথে আমি আগেও ছিলাম এখন আছি এবং আগামীতেও থাকবো। সবাই আমার জন্য দোয়া করবেন।
ফম/এমএমএ/