সৌদি আরব: পবিত্র কাবা শরিফ গিলাফ তৈরির করতে সময় লাগে দীর্ঘ নয় মাস। আর পবিত্র হজ্জের সময় গিলাফ পরির্বতন করে নতুন গিলাফ লাগানো হয়। আর এ গিলাফ তৈরির করার জন্য অসংখ্য লোক কাজ করে থাকে।
এদিকে বেশ কিছু দিন দরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল কুমিল্লা ছেলে মক্কা বিশিষ্ট ব্যবসায়ি মিজানুর রহমান সুমন কাবা শরিফ গিলাফ তৈরির করার সময় একটি ছবি।
মিজানুর রহমান সুমন ফোকাস মোহনাকে জানান, পবিত্র গিলাফ তৈরির কাজ করতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি এবং সে সাথে আল্লাহ কাছে শুকরিয়া জানাই তিনি আমাকে তার পবিত্র ঘরের এই গিলাফ হাত দিতে পেরে তৌফিক দিয়েছেন। আমি সকলের নিকট দোয়া চাই।
ফম/এমএমএ/